কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (২৮ মে) উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদের ৪ কোটি ২৪ হাজার ১৯২ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন।বেলা একটায় ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক রফিকুর রহমান। বাজেট প্রস্তাবনায় ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব আয় ৬১ লক্ষ ৯৯ হাজার ৮৯২ টাকা ও উন্নয়ন বাবদ আয় ৩ কোটি ৩৮ লক্ষ ২৪ হাজার ৩০০ টাকাসহ মোট আয় ধরা হয়েছে ৪ কোটি ২৪ হাজার ১৯২ টাকা। বাজেট আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সমাজসেবক ও ব্যবসায়ী আনোয়ার হোসেন বাবু, আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা,নৈনারপার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোজাহিদুল ইসলাম, ইউপি সচিব বি,কে,দেব, ইউপি সদস্য আব্দুল গফুর, গুলনাহার বেগম প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply