সংবাদ শিরোনাম
মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত।। আহত-৪

মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত।। আহত-৪

সময়নিউজবিডি টুয়েন্টিফোর রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন-(২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার রাধিকা-শিবপুর সড়কের বিরামপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে। নিহত আলাউদ্দিন জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অপরদিকে আহতদের মধ্যে মোহন মিয়া (৩২) নামে একজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ও বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম জানান, সদর উপজেলা থেকে নবীনগরে যাওয়ার পথে রাধিকা-শিবপুর সড়কের বিরামপুরে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহীরা সড়কে ও পাশের খাদে পড়ে যান। এ দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবককে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com