সংবাদ শিরোনাম
র‍্যাবের অভিযানে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

র‍্যাবের অভিযানে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ছেলে কর্তৃক ভাড়াটিয়া খুনি হিসেবে বাবাকে খুন করার দায়ে দায়েরকৃত হত্যা মামলায় মান্নান নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছেন র‍্যাব।
সোমবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪ টায় রাজধানীর মিরপুর -২ লালকুঠি এলাকায় অভিযান চালিয়ে মান্নানকে গ্রেপ্তার করেন র‍্যাব-১৪, সিপিসি-০৩, টাঙ্গাইল ক্যাম্পের সদস্যরা।
র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, আজ সোমবার ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর -২ লালকুঠি এলাকায় অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার চাঞ্চল্যকর আউয়াল হত্যা মামলার দীর্ঘদিন যাবৎ পলাতক মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মান্নানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মান্নান একই জেলার নাগরপুর উপজেলার ভাররা গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
উল্লেখ্য, উপরোক্ত মামলার আসামী মোঃ আসাদুজ্জামান মিয়া (৫২) নিজের পিতাকে হত্যার উদ্দেশ্যে উপরোক্ত গ্রেফতারকৃত আসামীসহ মোট ০৪ জন ভাড়াটিয়া খুনির সাথে অর্থের বিনিময়ে চুক্তি করে। এরই প্রেক্ষিতে গত ৩০/০৬/২০১৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ০১.০০ ঘটিকার সময় টাঙ্গাইল জেলার মিজার্পুর থানাধীন বাংগুরী দক্ষিণ পাড়া সাকিনস্থ উপরোক্ত আসামীর বসত বাড়ীর দক্ষিণ-পূর্ব পাশের বারান্দা চৌকির উপর তার পিতা আঃ আউয়ালকে গলা কেটে হত্যা করে। উক্ত ঘটনায় গত ০১/০৮/২০১৩ খ্রিঃ তারিখ মির্জাপুর থানার এসআই শ্যামল কুমার দত্ত বাদী হয়ে ০১টি হত্যা মামলা দায়ের করেন, যা টাঙ্গাইল জেলার মিজার্পুর থানার মামলা নং-০১, তারিখ ০১/০৮/২০১৩ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪/১১৪ পেনাল কোড-১৮৬০। উক্ত মামলায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ২য় আদালত, টাঙ্গাইল বিচার শেষে গত ২৩/০২/২০২০ খ্রিঃ তারিখ উক্ত আসামীকে মৃত্যুদন্ডে দন্ডিত করেন। উক্ত মামলার বিচার চলাকালীন সময় থেকে উক্ত আসামী পলাতক ছিল। উল্লেখ্য, উক্ত হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রধান আসামী মোঃ জহিরুল ইসলাম ঝড়ুসহ অপর ৩ জন আসামীকে র‍্যাব-১৪, সিপিসি-০৩, টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক পূর্বেই গ্রেফতার করা হয়।
র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গ্রেপ্তারকৃত মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার নিমিত্তে নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com