কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, সেটা তারাই প্রমাণ করেছে। নির্বাচনে বিরোধীদল থাকে জেলখানায়। নির্বাচনী মাঠ শূন্য করার জন্য একের পর এক পদ্ধতি গ্রহণ করা হয়। তাই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। সুষ্ঠু নির্বাচন হলে আগামী নির্বাচনে আওয়ামীলীগ ২০টি আসনও পাবে না।
বৃহম্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় চাঁদনী কমিটি সেন্টারে দীর্ঘ প্রায় ২০ বছর পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া শফির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ চৌধুরী শাহীনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ুন, মোয়াজ্জেম হোসেন মাতুক, আশিক মোশাররফ, হেলু মিয়া, ফয়সল আহমদ, যুগ্ম সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকশি মিছবাউর রহমান, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (সিলেট বিভাগ) মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা বিএনপির প্রচার সম্পাদক এম ইদ্রিস আলী, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমেদ মাহফুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিএম মুক্তাদির রাজু, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আকিদুর রহমান সোহান।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাবু, বিএনপি নেতা এডভোকেট আব্দুল আহাদ, সাবেক ইউপি চেয়ারম্যার শফিুর রহমান চৌধুরী, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী তৈমুর প্রমুখ।
সম্মেলনের ২য় পর্বে কাউন্সিল অধিবেশনে গোপন ভোটের মাধ্যমে সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফিকে সভাপতি ও আলম পারভেজ চৌধুরী সোহেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনে কমলগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলন ও কাউন্সিলে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরীর অনুসারী অনেক নেতাকর্মীই অনুপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply