কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে ৫ শতাধিক রোগীকে ফ্রি হোমিও চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলার আদমপুর বাজারে ‘হ্যানিম্যান হোমিও সেন্টার’ এর আয়োজনে ও হ্যানিম্যান হোমিও সোসাইটি ও ছাত্র সংগঠনের সহযোগিতায় এ ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি ফ্রি ওষুধও প্রদান করা হয়। এ মেডিকেল ক্যাম্পটির উদ্ভোধন করেন হ্যানিম্যান হোমিও সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি এমদাদুল হক।এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার ৫ শতাধিক দরিদ্র অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করা হয়। ‘হ্যানিম্যান হোমিও সেন্টার’ এর প্রতিষ্ঠাতা রোমানা বেগম বলেন, আমরা চাই হোমিওপ্যাথি চিকিৎসা দিন দিন জনপ্রিয়তা লাভ করুক। কারণ, এ চিকিৎসা অনেক কম খরচে করা সম্ভব। তাই দুস্থ এবং অসহায় মানুষের জন্য খুব ভালো। তাছাড়া আমাদের সংগঠন থেকে সাধারণ মানুষের জন্য এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করব। এতে করে অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারবেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply