স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন চাই, চাকুরীতে আবেদনের বয়স ৩৫ চাই এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) বেলা ১২ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে চাকুরীতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন চাকুরীতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোঃ রাসেল।
চট্টগ্রাম বিভাগীয় কমিটির সমন্বয়ক আরিফ হোসেনের সভাপতিত্বে ও জেলা শাখার সমন্বয়ক মোঃ হেলাল উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ২০১৮ (৩৩পাতা) অনুযায়ী সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩০ থেকে ৩৫ বছর করার যে অঙ্গীকার করেছিলো সেটি বাস্তবায়নের আহ্বান জানান।
মানববন্ধনে চাকুরীতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোঃ রাসেল বলেন, গত ১০ জুন আমরা শাহবাগে ৮ ঘন্টার কর্মসূচি পালন করেছিলাম। সেদিন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আমাদের ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলকে নিয়ে বৈঠক করে আশ্বস্ত করেছিলেন আমাদের দাবি বাস্তবায়নের। কিন্তু দুঃখের বিষয় বৈঠক শেষেই আমাদের শিক্ষার্থীদের উপর পুলিশ দিয়ে হামলা করে ১২ জনের নামে মামলা দিয়ে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে দিয়েছিলেন। তিনি বলেন, আগামী ২৯ আগস্টের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন না হলে ৩০ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত বাঁকা জাতীয় প্রেসক্লাবের সামনে ১১ দিনের লাগাতার একদফা কর্মসূচি পালন করা হবে। যেখানে সারা দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে ইনশাল্লাহ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply