সংবাদ শিরোনাম
বিশ্ব পর্যটন দিবসে কমলগঞ্জে র‍্যালি ও পথসভা ব্রাহ্মণবাড়িয়ায় এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ কমলগঞ্জ পৌরসভায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত কমলগঞ্জে ট্রেনের ধাক্কায় মা নিহত ও শিশু সন্তান আহত জান্নাতের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ।। ধর্ষক গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অবসরপ্রাপ্ত সার্ভেয়ার মতিউর রহমানের ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের মর্যাদাহানিকর সংবাদ প্রকাশের দায়ে সাংবাদিক সৈয়দ রিয়াজ আহমেদ অপুর সদস্যপদ স্থগিত,কারণ দর্শানোর নোটিশ “ভিকারুণ নিসা নুন স্কুল এন্ড কলেজ”।। কে এই “ভিকারুন নেসা নুন” ? প্রিয়তমা’ র পরিচালক হিমেল আশরাফের নতুন সিনেমা “রাজকুমার” এর শুটিং শুরু অক্টোবরে সর্বজনীন পেনশন স্কীম বর্তমান সরকারের একটি সর্বোত্তম কাজ; ডিসি শাহগীর আলম

সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন চাই, চাকুরীতে আবেদনের বয়স ৩৫ চাই এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) বেলা ১২ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে চাকুরীতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন চাকুরীতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোঃ রাসেল।
চট্টগ্রাম বিভাগীয় কমিটির সমন্বয়ক আরিফ হোসেনের সভাপতিত্বে ও জেলা শাখার সমন্বয়ক মোঃ হেলাল উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ২০১৮ (৩৩পাতা) অনুযায়ী সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩০ থেকে ৩৫ বছর করার যে অঙ্গীকার করেছিলো সেটি বাস্তবায়নের আহ্বান জানান।

মানববন্ধনে চাকুরীতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোঃ রাসেল বলেন, গত ১০ জুন আমরা শাহবাগে ৮ ঘন্টার কর্মসূচি পালন করেছিলাম। সেদিন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আমাদের ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলকে নিয়ে বৈঠক করে আশ্বস্ত করেছিলেন আমাদের দাবি বাস্তবায়নের। কিন্তু দুঃখের বিষয় বৈঠক শেষেই আমাদের শিক্ষার্থীদের উপর পুলিশ দিয়ে হামলা করে ১২ জনের নামে মামলা দিয়ে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে দিয়েছিলেন। তিনি বলেন, আগামী ২৯ আগস্টের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন না হলে ৩০ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত বাঁকা জাতীয় প্রেসক্লাবের সামনে ১১ দিনের লাগাতার একদফা কর্মসূচি পালন করা হবে। যেখানে সারা দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে ইনশাল্লাহ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com