সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচনে স্বাধীনতার পর এমপি হলেন আ’লীগ প্রার্থী সাজু

ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচনে স্বাধীনতার পর এমপি হলেন আ’লীগ প্রার্থী সাজু

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে স্বাধীনতার পর এমপি নির্বাচিত হলেন আ’লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।
রবিবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ৮ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। এতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
উপ-নির্বাচনে বিজয়ী প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু নৌকা প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৩১৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি জিয়াউল হক মৃধা কলারছড়ি প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৫৫৭ ভোট।
উল্লেখ্য,২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিজয়ী হন বিএনপির মনোনীত প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। পরে তিনি সংসদ থেকে পদত্যাগ করলে চলতি বছরের ১ ফেব্রুয়ারিতে এই আসনে উপনির্বাচন হয়। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের সমর্থনে আবারও জয়ী হন উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। কিন্তু গত ৩০ সেপ্টেম্বর তার মৃত্যুতে গত ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে আবারও উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। উপনির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ৫ জন প্রার্থী অংশ নেন। তারা হচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহজাহান আলম, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুর রাজ্জাক ও স্বতন্ত্র প্রার্থী সাবেক দুই বারের এমপি জিয়াউল হক মৃধা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com