সংবাদ শিরোনাম
বিজয়নগরে কমলা চাষে সফল সাইপ্রাস প্রবাসী আলমগীর

বিজয়নগরে কমলা চাষে সফল সাইপ্রাস প্রবাসী আলমগীর

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কমলা চাষে সফল সাইপ্রাস প্রবাসী আলমগীর ভুইয়া। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের আবদুল আলী ভুইয়ার ছেলে।
জানা যায়, গত ২০২০ ইং সনে দুই বিঘা জমিতে ১৮০ টি গাছ রোপনের মধ্যদিয়ে চায়না জাতের কমলা বাগানের চাষ করেন বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের আবদুল আলী ভুইয়ার ছেলে সৌদি প্রবাসী আলমগীর ভুইয়া। তবে তিনি কমলা চাষে উদ্বুদ্ধ হন সাইপ্রাস থেকে। ২০২০ সালে চুয়াডাঙ্গা থেকে ১৭০ টাকা করে ১৮০টি চারা কিনে এনে ২ বিঘা জমিতে রোপন করেন। রোপনের ২ বছর পর গত ২০২২ ইং সনে প্রথম ফলন হয় বাগানে।

প্রথম বছর সাড়ে ৪ লাখ টাকার কমলা বিক্রি করেন আলমগীর ভুইয়া। এবছর দ্বিতীয় বারের মতো কমলা বাজারজাত করছেন তিনি। এ বছর প্রতিটি কমলা গাছে ৬০-৭০ কেজি কমলার ফলন হয়েছে। প্রতি কেজি কমলা বাগান থেকেই ২শত টাকা ধরে বিক্রি করছেন। এ হিসেব অনুযায়ী এ বছর ১৮০ টি গাছে ১১ হাজার ৭শত কেজি কমলার ফলন হয়েছে। যা বিক্রি হবে প্রায় ২৩ লক্ষাধিক টাকা।
এদিকে ২ বিঘা জমিতে কমলা চাষে সফল হওয়ার পর তিনি এ বছর আরো ৩ বিঘা জমিতে আরেকটি বাগান করেছেন সফল এ উদ্যোগক্তা প্রবাসী আলমগীর ভুইয়া।

আলমগীর ভুইয়া সৌদি আরবে ১০ বছর ছিলেন। পরে সর্বশেষ সাইপ্রাসে ৩ বছর থাকাকালীন কমলা বাগানে কর্মরত ছিলেন। সেখান থেকেই মূলত কমলা চাষে উদ্বুদ্ধ হন তিনি।
আলমগীর ভুইয়া জানান,আল্লাহর রহমতে গত বছরের চেয়ে অনেকগুণ বেশি এবছর কমলার ফলন হয়েছে। চায়না জাতের এ কমলা খেতেও বেশ সুস্বাদু। যে কারনে পাইকাররা বাগান থেকে এসে নিয়ে যান। এ বছর আরো ৩ বিঘা জমিতে আরেকটি বাগান করেছি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com