স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সাড়ে ৬ টায় জেলা শহরের ফারুকী পার্কের স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।
প্রথমেই ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন নবাগত জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন,পৌর মেয়র মিসেস নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব , জেলা মুক্তিযোদ্ধা কমান্ড,জেলা বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।
এদিকে,মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ৯ টায় আওয়ামী লীগের উদ্যোগে জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে বিজয় শোভাযাত্রা বের করে ফারুকী পার্কের স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে শহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু। বিজয় শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে কুচকাওয়াজ, গার্ড অব অনার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে নবাগত জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পৌর মেয়র মিসেস নায়ার কবির সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুশিল সমাজের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply