স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
নির্বাচন কমিশনার (ইসি) মোঃ আনিছুর রহমান বলেছেন, নির্বাচনে আপনারা যারা দায়িত্ব পালন করছেন তারা রাষ্ট্রের কর্মচারী। কোন দল বা ব্যক্তির কর্মচারী না। রাষ্ট্রের প্রয়োজনে নির্বাচনে যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। যদি না করেন তাহলে অপরাধী হিসেবে বিবেচিত হবেন।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীদের সাথে বিশেষ সভায় ইসি এসব কথা বলেন।
ইসি আনিসুর রহমান আরো বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব যে অগ্রিম এমপিদের কথা বলেন তিনি তাদের তালিকা দেক আমাদের। এসব রাজনৈতিক বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন। উনারা ভ্রান্ত ধারণা নিয়ে আছেন। নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু নিরপেক্ষ হবে। সে জন্য ভোটের দিন সকালে ভোট কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। পাশাপাশি ব্যালটের যে অংশ ভোটারকে দেওয়া হবে তাতে সহকারী প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর থাকতে হবে।
সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ, ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিক হাসান উল্লাহসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply