স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে তিন নারীসহ ৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এদের মধ্যে জেলা সদরে একজন, বিজয়নগরে একজন, নাসিরনগরে একজন ও নবীনগরে একজন।
বুধবার (২৭ ডিসেম্বর) ঘটনাস্থল গুলো থেকে মরদেহ গুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ।
পুলিশ জানায়, বুধবার ভোর ৬ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে সাজু মিয়া-(৪৩) বাড়ির মধ্যে থাকা আতাগাছের মধ্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। অপরদিকে একইদিন জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের দত্তখলা গ্রামের রাজু মিয়ার স্ত্রী মালেক বেগম-(৪৫) নামের এক নারীদ কীটনাশক ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন ও বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতরা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
অন্যদিকে বুধবার ভোরে জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের বেরুইন গ্রামের লালচান সরকারের স্ত্রী শুকলা রানী বিশ্বাস-(৩০) নামে এক গৃহবধূ আমগাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তবে তার আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহাগ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুকলা রানী বিশ্বাস কি কারনে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। তবে চেষ্টা চলছে।
এদিকে মঙ্গলবার রাতে জেলার নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামে রুবিনা আক্তার-(১৫) নামে এক গৃহপরিচারিকা বাথরুমের ভেতরে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলে তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত রুবিনা আক্তার সিলেটের জৈন্তাপুর উপজেলার চিন্তাগুথ ইউনিয়নের পাটনী গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে।
এ ব্যাপারে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারনে রুবিনা আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে কারন জানতে চেষ্টা চলছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply