সংবাদ শিরোনাম
ফিরোজুর ওলির বিরুদ্ধে শতকোটি টাকার মানহানীর মামলা করলেন মোকতাদির চৌধুরী এমপি

ফিরোজুর ওলির বিরুদ্ধে শতকোটি টাকার মানহানীর মামলা করলেন মোকতাদির চৌধুরী এমপি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-০৩ (সদর ও বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলির বিরুদ্ধে শতকোটি টাকার মানহানীর মামলা করেছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া যুগ্ম জেলা জজ নজরুল ইসলামের আদালতে এ মানহানিকর মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার বাদী নবনিযুক্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির আইনজীবী আবদুল জব্বার মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৬ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে এক নির্বচনী
সভায় স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও উদ্দেশ্য প্রণোদীতভাবে মিথ্যা বক্তব্য দিয়েছেন। তার এ আপত্তিকর বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সম্মানহানি হয়েছে। এ ঘটনার পর ফিরোজুর রহমানকে তার আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে গত ২৮ ডিসেম্বর থেকে পরপর তিনটি উকিল নোটিশ পাঠানো হয়। কিন্তু সেই নোটিশ আমলে নেননি ফিরোজুর রহমান। সে জন্য উবায়দুল মোকতাদির চৌধুরীর সম্মানহানি করায় আদালতে শতকোটি টাকার মানহানীর মামলা দায়ের করা হয়েছে। পরে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আগামী রবিবার শুনানির দিন ধার্য করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com