স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ বিল্লাল হোসেন।
শনিবার (০৯ মার্চ) সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
নির্বাচনে জেলার ৯ টি উপজেলার ১হাজার ৩শত ৮৪ জন (স্থানীয় জনপ্রতিনিধি) ভোটারের মধ্যে ১ হাজার ৩শত ৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ঘোড়া প্রতীকে ৭৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিল্লাল মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হেলাল উদ্দিন পেয়েছেন ৪৯০ ভোট। অপর প্রার্থী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি পেয়েছেন ১৩৩ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় চশমা প্রতীকে মোঃ হেলাল উদ্দিন পেয়েছেন ৮৭ ভোট, ঘোড়া প্রতীকে বিল্লাল হোসেন পেয়েছেন ৪৮ ভোট ও আনারস প্রতীকে শফিকুল আলম পেয়েছেন ২৬ ভোট।
নাসিরনগর উপজেলায় বিল্লাল হোসেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৯৮ ভোট, হেলাল উদ্দিন পেয়েছেন ৪৫ ভোট ও শফিকুল আলম পেয়েছেন ২২ ভোট।
সরাইল উপজেলায় বিল্লাল হোসেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৭৭ ভোট, চশমা প্রতীকে হেলাল উদ্দিন পেয়েছেন ৩৩ ভোট ও আনারস প্রতীকে শফিকুল আলম পেয়েছেন মাত্র ৯ ভোট।
আশুগঞ্জ উপজেলায় বিল্লাল হোসেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৭২ ভোট, চশমা প্রতীকে হেলাল উদ্দিন পেয়েছেন ২৭ ভোট ও আনারস প্রতীকে শফিকুল আলম পেয়েছেন মাত্র ৫ ভোট।
বিজয়নগর উপজেলায় বিল্লাল হোসেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬৮ ভোট, চশমা প্রতীকে হেলাল উদ্দিন পেয়েছেন ৪১ ভোট ও আনারস প্রতীকে শফিকুল আলম পেয়েছেন ২৪ ভোট।
কসবা উপজেলায় বিল্লাল হোসেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৭০ ভোট, চশমা প্রতীকে হেলাল উদ্দিন পেয়েছেন ৬৩ ভোট ও আনারস প্রতীকে শফিকুল আলম পেয়েছেন ১২ ভোট।
আখাউড়া উপজেলায় বিল্লাল হোসেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৭ ভোট, চশমা প্রতীকে হেলাল উদ্দিন পেয়েছেন ২৯ ভোট ও আনারস প্রতীকে শফিকুল আলম পেয়েছেন মাত্র ৪ ভোট।
নবীনগর উপজেলায় বিল্লাল হোসেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৬৬ ভোট, চশমা প্রতীকে হেলাল উদ্দিন পেয়েছেন ৯৮ ভোট ও আনারস প্রতীকে শফিকুল আলম পেয়েছেন ১৬ ভোট।
বাঞ্ছারামপুর উপজেলায় বিল্লাল হোসেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ১০১ ভোট, চশমা প্রতীকে হেলাল উদ্দিন পেয়েছেন ৬৭ ভোট ও আনারস প্রতীকে শফিকুল আলম পেয়েছেন ১০ ভোট।
উল্লেখ্য, গত ২০২২ ইং সনের ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আল মামুন সরকার। গত ২ অক্টোবর ২০২৩ ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার মারা যান। তার মৃত্যুর পর চেয়ারম্যান পদে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- জেলা পরিষদ সদস্য মোঃ বিল্লাল হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply