স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা নববর্ষ ১৪৩১ কে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৪ এপ্রিল) সকাল ৮ টায় জেলা শহরের টেংকেরপাড় লোকনাথ ময়দান থেকে থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে ফারুকী পার্কে গিয়ে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সহ জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, জেলার বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে ফারুকী পার্কের বৈশাখী মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত। এসময় লাঠি খেলা, পুতুল নাচ, সাপ খেলা, ক্যানভাসে ছবি আকা, ঘোড়া, বাংলার কৃষক, পলো দিয়ে মাছ ধরা সহ নানা আয়োজনে উৎসবে মেতে উঠেন পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসী।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ফাহিমা খাতুন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply