সংবাদ শিরোনাম
নবীনগরে ৮ বছরের শিশু ধর্ষনের ঘটনায় অভিযুক্ত ছাত্তারকে গ্রেপ্তার জনগণের কাছে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে জনগন যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে- সরাইলে ব্যারিস্টার রুমিন ফারহানা নাসিরনগরে পুলিশকে মারপিট করে পালিয়েছে হত্যাচেষ্টা মামলার আসামি কমলগঞ্জে ময়ুর মিয়া হত্যাকা-ের রহস্য উদঘাটন; আলামতসহ মূল আসামী গ্রেফতার কমলগঞ্জে বাড়ির আঙ্গিনায় সবজি চাষের সময় গ্রেনেড উদ্ধার কমলগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী সিগারেটসহ গ্রেফতার-২ কমলগঞ্জে বণিক সমিতির নির্বাচনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন কমলগঞ্জে সাংবাদিকদের সাথে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে একজন নিহত।। আহত- ৩০।। দোকানপাট ভাংচুর ও লুটতরাজ ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা কুড়াতে গিয়ে দুই ভাই-বোনের করুণ মৃত্যু।। পরিবারে শোকের মাতম
বাংলাদেশের বাজারে ইলেকট্রিক বাইক ‘এ১০’ এবং ‘এ১২’ আনল রিভো

বাংলাদেশের বাজারে ইলেকট্রিক বাইক ‘এ১০’ এবং ‘এ১২’ আনল রিভো

দেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির দুটি ইলেকট্রিক বাইক এনেছে জনপ্রিয় ব্র্যান্ড ‘রিভো। ‘এ১০’ এবং ‘এ১২’ নামের এই মডেলগুলো সাধারণ ক্রেতাদের দৈনন্দিন যাতায়াত নতুন মাত্রা দেবে বলে মনে করে কোম্পানিটি। উভয় বাইক-ই দৃষ্টিনন্দন, টেকসই এবং সেইসঙ্গে রয়েছে- অসাধারণ ব্যাটারি পারফরম্যান্স। রিভোর ‘এ১০’ মডেল এর দাম শুরু ৭৯,৯০০ টাকা থেকে এবং ‘এ১২’ মডেল এর বাইক পাওয়া যাবে ৯৯,৯০০ টাকায়। বাইক দুটি একবার চার্জে ৬৫ থেকে ৮৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে।
রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ‘ভেন নেইল’ নতুন এই ইলেকট্রিক বাইকগুলো উন্মোচন করেন। তিনি এ সময় বলেন, “আমরা বাংলাদেশের পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ রূপান্তরের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই মানুষ আরও টেকসই ও সাশ্রয়ী বৈদ্যুতিক যানবাহনের মাধ্যমে তাদের দৈনন্দিন যাতায়াত সহজতর করুক। ‘এ১০’ এবং ‘এ১২’-এর উদ্বোধন আমাদের ক্রমাগত উদ্ভাবন ও উন্নতির প্রতিফলন। আমরা সবসময় আমাদের পণ্য উন্নত করছি, যেন গ্রাহকরা সর্বোচ্চ সুবিধা পান।”
প্রসঙ্গত- রিভো ‘এ১০’ তরুণদের জন্য আদর্শ, আধুনিক ডিজাইনের একটি বৈদ্যুতিক বাইক, যেটি সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারি এবং একবার চার্জে ৬৫-৭৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এই বাইকের সর্বোচ্চ গতি ৩৫ কিমি/ঘণ্টা, যা নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করে।
এছাড়া- রিভোর ‘এ১২’ বাংলাদেশে চালু হওয়া ‘এ০১’ মডেল এর একটি উন্নত সংস্করণ। পেশাদার এবং কর্পোরেট ব্যবহারকারীদের জন্য তৈরি এই মডেলে রয়েছে ৬০ ভোল্ট / ২৬ অ্যাম্পিয়ার আওয়ার সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারি এবং ১০০০ ওয়াট মোটর। এ বাইকের সর্বোচ্চ গতি ৪৭ কিমি/ঘণ্টা, আর একবার চার্জে এটি চলতে পারবে ৭৫-৮৫ কিলোমিটার।
রিভো, গ্রাহকদের মতামত গ্রহণ করে এর প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী করে চলেছে, যাতে আরও ভালো মাইলেজ, গতি ও পারফরম্যান্স নিশ্চিত করা যায়। ব্যবহারাকরীদের সন্তুষ্টি বাড়ানোর জন্য, কোম্পানিটি সারা দেশে ছয় মাসের ডোরস্টেপ সার্ভিস এবং ২৪ মাস পর্যন্ত ওয়ারেন্টিও দিচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com