সংবাদ শিরোনাম
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে একে বাংলা স্কুল’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কমলগঞ্জে অবৈধভাবে বালু ও মাটি কাটার দায়ে দেড় লক্ষাধিক টাকা জরিমানা বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমানে ইয়াবা জব্দ সুবিধাবঞ্চিতদের জন্য রিয়েলমির ইফতার আয়োজন বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী উদ্ধার কমলগঞ্জে অবৈধ বালু পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ২ লাখ টাকা সমমূল্যের ফ্যামিলি ট্যুরের অফার দিচ্ছে রিয়েলমি কমলগঞ্জ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হাবীবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল হত্যা মামলায় দুইজন গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সময়নিউজবিডি টোয়েন্টিফোর রিপোর্ট
‘‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”- এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ব্রাহ্মণবাড়িয়া সদর এর পিস অ্যাম্বাসেডর এ বি এম মোমিনুল হক এর সভাপতিত্বে এবং পিস অ্যাম্বাসেডর এস এম শাহীন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সভাপতি মো: আরজু, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ.ফ.ম কাউসার এমরান, বিটিজেএ’র সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন।
পিএফজি’র কার্যক্রম এবং সম্প্রীতির অভিযাত্রা বিষয়ক লিখিত বক্তব্য পাঠ করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কো-অর্ডিনেটর রিপন আচার্য। লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমকর্মীরা হল জাতির বিবেক। এই পেশায় নিয়োজিত সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সমাজের অনাচার, বৈষম্য এবং অন্যায়ের চিত্র জনসমক্ষে তুলে আনে যাতে করে সমাজের দায়িত্বশীল প্রতিষ্ঠানসমূহ দ্রুত পরিত্রাণমূলক ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয় এবং সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারে। শুধু অনাচার-বৈষম্য নয়, সাংবাদিকগণ সমাজে ঘটে যাওয়া অনবদ্য ঘটনা, সফলতার কাহিনী, মহৎ উদ্যোগকেও দায়িত্বশীলতার সাথে প্রচার করে যা জনমনে আশার সঞ্চার করে। সভায় পিএফজির পক্ষ থেকে ভবিষ্যৎ করণীয় বিষয়ে সাংবাদিকদের পরামর্শ আহ্বান করা হয়। উপস্থিত সাংবাদিকরা ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী সহ পিএফজি এবং ওয়াইপিএজি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com