স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সীমান্তে বিপুল ভারতীয় মেহেদি ও কসমেটিকস সামগ্রী উদ্ধার ও জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
শুক্রবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
অভিযানে ৩১ হাজার পিস ভারতীয় মেহেদি ও ৪ হাজার ৫শত ৭৬ পিস কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। এসব মালামালের সিজার মূল্য ৪২ লাথ ৯০ হাজার টাকা। আটককৃত ভারতীয় চোরাচালানি মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত হতে যে কোন ধরনের চোরাচালানি মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিজিবি বদ্ধ পরিকর এবং বিজিবির পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply