স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জেরধরে ময়না বেগম-(৪৬) নামে এক নারীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে মহিম-(১৪) গুরুতর আহত হয়েছেন।
গতকাল সোমবার (০৭ এপ্রিল) ভোরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের পুথাই গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত ময়না বেগম ওই এলাকার মানিক মিয়ার স্ত্রী।
এ ব্যাপারে নিহত ময়না বেগমের মেয়ে নওরিন বলেন, আমার আপন চাচা রাব্বি মিয়া, মাহফুজ মিয়া, সৎ চাচা জুয়েল মিয়া, চাচাতো দাদা দুধ মিয়ার ছেলে শাহ আলম ও রুহুল আমিনের সঙ্গে জায়গাজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারা জোরপূর্বক আমাদের পুকুর দখল করে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করায় গত দুই সপ্তাহ আগে তারা আমার বাবাকে কুপিয়ে রক্তাক্ত করে। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও বলেন, এ অবস্থায় আজ ভোরে তারা আমাদের বাড়িতে হামলা করে ঘরে ঢুকে পড়ে। এসময় আমার মা ও আমার একমাত্র ভাইসহ আমরা চার বোন ঘরে ছিলাম। তারা আমার মা ও ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে আমার মাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে। লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply