স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচীর সঙ্গে সংহতি প্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়।
সংহতির অংশ হিসেবে আজ (০৭ এপ্রিল) সোমবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ এবং সকল ফ্যাকাল্টি মেম্বারদের উপস্থিতিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেন এবং ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ সমগ্র বিশ্ববাসীর সংগে একাত্মতা প্রকাশ করে ফিলিস্তিনি মানুষদের মুক্তি কামনা করেন এবং সমগ্র মুসলিম জাতিকে এগিয়ে আসার আহবান জানান। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘স্টপ ওয়্যার, স্টপ জেনোসাইড, সেভ ফিলিস্তিন’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী কাজী আসফাক শফিক বলেন ‘আমরা ফিলিস্তিনি গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা এবং গাজায় গণহত্যা বন্ধে বাংলাদেশ সরকার যেন কূটনৈতিক উদ্যোগ নেয়, সেই দাবিও জানাচ্ছি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply