স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যানের চাপায় মোঃ তানভীর-(২৩) ও রফিকুল ইসলাম-(২৫) নামে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (০৮ এপ্রিল) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে। নিহত দুজনই প্রবাসে যাওয়ার জন্য ট্রেনিং করতে চিনাইরে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে আসতেছিলেন।
জানা যায়, আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলী থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা ৫ জন যাত্রী নিয়ে চিনাইরে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে উদ্দেশ্যে রওয়ানা করেন। সিএনজিটি কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান যাত্রীবাহী সিএনজিটিকে চাপা দিলে চালক ও যাত্রীসহ ৬ জন গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানভীর ও রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। বাকীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
নিহতদের পরিবার জানায় তানভীর ও রফিকুল ইসলাম পরিবারের জন্য উপার্জনের আশা নিয়ে বিদেশে পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। প্রশিক্ষণ নিতে যাচ্ছিলেন সদর উপজেলার চিনাইরে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে। পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিলেন তানভীর ও রফিকুল। কিন্তু সেই স্বপ্ন থেমে গেল এক মুহূর্তেই—একটি কাভার্ডভ্যানের চাপায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ মাহাবুব আলম জানান, কাভার্ডভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি। তবে সিএনজিটি উদ্ধার করা হয়েছে এবং চালক মিজানুর রহমানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply