সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত কমলগঞ্জে অগ্নিকান্ডে হোটেল মালিকের বসতঘর পুড়ে ছাই।। আগুন নেভাতে ২জন দগ্ধ কমলগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি শিমুল র‌্যাবের হাতে গ্রেপ্তার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের ঘটনায় জাতীয় নাগরিক কমিটির দিলশাদ আফরিনকে গ্রেপ্তার সি৭৫’ লাইন-আপে নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি কমলগঞ্জে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে কারাদন্ড ও দুই লাখ টাকা জরিমানা কমলগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্র বাহিনীর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা দীর্ঘ ২০ বছর মামলা মোকদ্দমার পর সরাইলে প্রকৃত মালিকের নিকট ভূমির দখল বুঝিয়ে দিলেন আদালত সিএনজি চুরির ঘটনাকে কেন্দ্র করে সরাইলে দুই গোষ্ঠীর সংঘর্ষ।। আহত-৩০।। বাড়ি-ঘর ভাংচুর ও লুটতরাজ ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যানের চাপায় দুই যুবক নিহত।। আহত-৪
ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যানের চাপায় দুই যুবক নিহত।। আহত-৪

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যানের চাপায় দুই যুবক নিহত।। আহত-৪

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যানের চাপায় মোঃ তানভীর-(২৩) ও রফিকুল ইসলাম-(২৫) নামে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (০৮ এপ্রিল) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে। নিহত দুজনই প্রবাসে যাওয়ার জন্য ট্রেনিং করতে চিনাইরে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে আসতেছিলেন।
জানা যায়, আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলী থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা ৫ জন যাত্রী নিয়ে চিনাইরে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে উদ্দেশ্যে রওয়ানা করেন। সিএনজিটি কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান যাত্রীবাহী সিএনজিটিকে চাপা দিলে চালক ও যাত্রীসহ ৬ জন গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানভীর ও রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। বাকীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
নিহতদের পরিবার জানায় তানভীর ও রফিকুল ইসলাম পরিবারের জন্য উপার্জনের আশা নিয়ে বিদেশে পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। প্রশিক্ষণ নিতে যাচ্ছিলেন সদর উপজেলার চিনাইরে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে। পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিলেন তানভীর ও রফিকুল। কিন্তু সেই স্বপ্ন থেমে গেল এক মুহূর্তেই—একটি কাভার্ডভ্যানের চাপায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ মাহাবুব আলম জানান, কাভার্ডভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি। তবে সিএনজিটি উদ্ধার করা হয়েছে এবং চালক মিজানুর রহমানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com