সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত কমলগঞ্জে অগ্নিকান্ডে হোটেল মালিকের বসতঘর পুড়ে ছাই।। আগুন নেভাতে ২জন দগ্ধ কমলগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি শিমুল র‌্যাবের হাতে গ্রেপ্তার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের ঘটনায় জাতীয় নাগরিক কমিটির দিলশাদ আফরিনকে গ্রেপ্তার সি৭৫’ লাইন-আপে নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি কমলগঞ্জে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে কারাদন্ড ও দুই লাখ টাকা জরিমানা কমলগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্র বাহিনীর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা দীর্ঘ ২০ বছর মামলা মোকদ্দমার পর সরাইলে প্রকৃত মালিকের নিকট ভূমির দখল বুঝিয়ে দিলেন আদালত সিএনজি চুরির ঘটনাকে কেন্দ্র করে সরাইলে দুই গোষ্ঠীর সংঘর্ষ।। আহত-৩০।। বাড়ি-ঘর ভাংচুর ও লুটতরাজ ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যানের চাপায় দুই যুবক নিহত।। আহত-৪
সিএনজি চুরির ঘটনাকে কেন্দ্র করে সরাইলে দুই গোষ্ঠীর সংঘর্ষ।। আহত-৩০।। বাড়ি-ঘর ভাংচুর ও লুটতরাজ

সিএনজি চুরির ঘটনাকে কেন্দ্র করে সরাইলে দুই গোষ্ঠীর সংঘর্ষ।। আহত-৩০।। বাড়ি-ঘর ভাংচুর ও লুটতরাজ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
একটি সিএনজি চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় তিনঘণ্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার (০৮ এপ্রিল) সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
জানা যায়, গেল রমজান মাসের শেষ দিকে তেরকান্দা গ্রামের নান্নু মিয়ার ছেলে শাহরুলের একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। অভিযোগ উঠে বারেকের গোষ্ঠীর লোকজন এই চুরির সাথে জড়িত। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। গতকাল সোমবার রাতে এই নিয়ে সংঘর্ষ জড়ায় চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। এর জেরধরে আজ মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষ জড়ায় উভয় গোষ্ঠীর লোকজন। সংঘর্ষের ভয়াবহতা আরো বাড়ে এই দুই গোষ্ঠীর পক্ষ নিয়ে মঙ্গলের গোষ্ঠী, সরদার বাড়ি ও হাজী বাড়ির লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ায়। ধানি জমি, ভিটা বাড়িসহ সড়কের উপর চলে এই সংঘর্ষ। বৃষ্টির মত ছোড়া হয় ইটপাটকেল। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ২৫টি বাড়িঘরে ভাঙচুর লুটপাটসহ কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়। এ সময় ৩০ জন আহত হয়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন ও উভয়পক্ষের কয়েকজন দাঙ্গাবাজকে আটক করেন। এ ঘটনায় বর্তমানে এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
এ ব্যাপারে সরাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com