সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত কমলগঞ্জে অগ্নিকান্ডে হোটেল মালিকের বসতঘর পুড়ে ছাই।। আগুন নেভাতে ২জন দগ্ধ কমলগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি শিমুল র‌্যাবের হাতে গ্রেপ্তার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের ঘটনায় জাতীয় নাগরিক কমিটির দিলশাদ আফরিনকে গ্রেপ্তার সি৭৫’ লাইন-আপে নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি কমলগঞ্জে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে কারাদন্ড ও দুই লাখ টাকা জরিমানা কমলগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্র বাহিনীর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা দীর্ঘ ২০ বছর মামলা মোকদ্দমার পর সরাইলে প্রকৃত মালিকের নিকট ভূমির দখল বুঝিয়ে দিলেন আদালত সিএনজি চুরির ঘটনাকে কেন্দ্র করে সরাইলে দুই গোষ্ঠীর সংঘর্ষ।। আহত-৩০।। বাড়ি-ঘর ভাংচুর ও লুটতরাজ ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যানের চাপায় দুই যুবক নিহত।। আহত-৪
সি৭৫’ লাইন-আপে নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি

সি৭৫’ লাইন-আপে নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি

তরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি আবারো আলোড়ন তুলতে পারে বাংলাদেশের স্মার্টফোন মার্কেটে। কোম্পানিটি জনপ্রিয় ‘সি৭৫’ লাইন-আপের নতুন উত্তরসূরি বাজারে আনতে পারে, এবং এটির নাম হতে পারে ‘সি৭৫এক্স’।
ধারণা করা হচ্ছে, এই স্মার্টফোনে থাকবে বিভিন্ন ফ্ল্যাগশিপ-গ্রেড ফিচার। পাশাপাশি ডিভাইসটি হবে বেশ সাশ্রয়ী। নতুন এই ফোনটি তরুণ টেক অনুগ্রাহী ব্যবহারকারীদের সব ধরনের চাহিদা মেটাতে সক্ষম হবে।
ইন্ডাস্ট্রি ইনসাইডারসের তথ্যমতে, এই ডিভাইসে থাকতে পারে ‘আইপি৬৯’-রেটেড শক রেজিস্ট্যান্স প্রযুক্তি, যা সাধারণত সাশ্রয়ী ফোনগুলোতে দেখা যায় না। ফলে ধুলো, পানি থেকে নিরাপত্তা কিংবা দুর্ঘটনাবশঃত হাত থেকে পড়ে যাওয়ার মতো ঘটনায়ও নিরাপদ থাকবে ডিভাইসটি। এছাড়া- স্মার্টফোনটিতে আছে আন্ডারওয়াটার ফটোগ্রাফি সক্ষমতা।
আরো গুঞ্জন আছে- এ মোবাইলে থাকতে পারে ৪৫ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতার ৫৬০০এমএএইচ শক্তিশালী ক্যামেরা; যা মিনিমাল ডাউনটাইম-সহ দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করবে। ডিভাইসটি দেখতে হবে প্রিমিয়াম ডিজাইন এর, স্বাচ্ছন্দ্য ও নন্দনিকতার অভিনব মিশেল।
স্মার্টফোনটির দাম ও স্পেশিফিকেশন বিষয়ে বিস্তারিত জানতে, অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার ওপর। তাই আগ্রহীরা চোখ রাখুন- রিয়েলমি’র অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে। প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com