কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা চৌমুহনা এলাকায় অবস্থিত শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মো. দুরুদ মিয়ার বসত ঘরে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে বসতঘরের দুটি কক্ষ মুহুর্তে পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন গৃহকর্তা দুরুদ মিয়া। আগুন নেভাতে গিয়ে তার হোটেল ম্যানেজার আবুল কালামও আগুনে দগ্ধ হন। অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি।
জানা যায়, শনিবার (১২ এপ্রিল) ভোরে আগুনের তাপে ঘুম ভাঙ্গে হোটেল মালিক দুরুদ মিয়ার। এ সময় তিনি ঘর থেকে বের হওয়ার সময় জলন্ত ছাদ দুরুদ মিয়ার উপর পড়ে গেলে তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গা আগুনে দগ্ধ হয়। তার চিৎকার শুনে হোটেল ম্যানেজার আবুল কালাম আগুন নেভাতে এগিয়ে গেলে তিনিও আগুনে দগ্ধ হন। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিিভিল ডিফেন্স এর কর্মীরা ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে টাকা-পয়সা, মূল্যবান দলিলপত্র, আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে ঘটনাস্থল থেকে আহত দু’জনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়। সেখান থেকে হোটেল মালিক দুরুদ মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়। দুরুদ মিয়ার জামাতা জামায়াত নেতা জাবের আহমদ মিন্টু জানান, অগ্নিকান্ডের সময় বিদ্যুৎ ছিল না। অগ্নিকান্ডে মুহুর্তেই সবকিছু শেষ হয়ে যায়। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফয়েজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।
এদিকে ঘটনার খবর পেয়ে শনিবার বেলা সোয়া ২টায় কমলগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হোটেল মালিক দুরুদ মিয়ার বসতঘর পরিদর্শন করেন। তিনি জানান ক্ষয়ক্ষতির বিষয়টি দেখেছি, জেলায় প্রস্তাব পাঠিয়েছি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply