সংবাদ শিরোনাম
সীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কমলগঞ্জে বিজিবির জনসচেতনতামূলক সভা ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি।। হাজারো মানুষের ঢল কমলগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ীর মৃত্যু শুভ নববর্ষ, বাঙালি সংস্কৃতি ও বাস্তবতা কমলগঞ্জে শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এইড ও স্বাস্থ্য সচেতনতা প্রশিক্ষণ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত কমলগঞ্জে অগ্নিকান্ডে হোটেল মালিকের বসতঘর পুড়ে ছাই।। আগুন নেভাতে ২জন দগ্ধ কমলগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি শিমুল র‌্যাবের হাতে গ্রেপ্তার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের ঘটনায় জাতীয় নাগরিক কমিটির দিলশাদ আফরিনকে গ্রেপ্তার সি৭৫’ লাইন-আপে নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি।। হাজারো মানুষের ঢল

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি।। হাজারো মানুষের ঢল

সাব্বির এলাহী//কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
স্টপ জেনোসাইড, সেইভ গাজা’ স্লোগানকে প্রতিপাদ্য করে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সকল ইসলামিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত, মুসলিম ইউনিটি কতৃক আয়োজিত “সেইভ গাজা” “সেইভ ফিলিস্তিন ” বিক্ষোভ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘
সোমবার (১৪ এপ্রিল) উপজেলার ভানুগাছ বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইসলামিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ৫ হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অংশগ্রহণকারী বিক্ষোভকারীদের ফিলিস্তিনের পতাকা এবং প্রতিবাদ জানিয়ে আঁকা বিভিন্ন ব্যানার ফেস্টুন প্রদর্শন করতে দেখা গেছে।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে বক্তরা বলেন, গাজায় যখন আক্রমণ শুরু হয় তখন একে একে তারা সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আমরা দেখেছি তারা একটি বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিয়েছে এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে। সেই ধ্বংসলীলা এখনো চালিয়ে যাচ্ছে। শিশুসহ মা-বোনদের তারা নির্মমভাবে হত্যা করেছে, যাতে পরবর্তী প্রজন্ম গড়ে উঠতে না পারে। আমরা এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচি থেকে গণহত্যার প্রতিবাদ এবং ইসরায়েলিদের এই হামলা অবিলম্বে বন্ধের জন্য বিশ্ববাসীর কাছে দাবি জানাচ্ছি। শত শত মানুষকে হত্যা করে তারা পর্যটন কেন্দ্র বানাবে মুসলিম বিশ্ব এটা কখনোই সহ্য করবে না।

প্রতীকী লাশের ছবি।


“সেইভ গাজা” “সেইভ ফিলিস্তিন ” ছাত্র সংগঠনের কমলগঞ্জ উপজেলার বিক্ষোভ সমাবেশের মুসলিম ইউনিটের মুঃ মুহন মিয়া ও তারেকুল ইসলাম পাটওয়ারীর যৌথ সঞ্চালনায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন-খেলাফত মজলিশের মাওলানা নুরুল মুত্তাকিন জুনায়েদ,বিএনপি নেতা আবুল হোসেন,বাংলাদেশ জামায়াত ইসলামীর এডভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র আবু বক্কর সিদ্দিক জিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মাওলানা জিল্লুর রহমান,আহলে সুন্নাত ওয়াল জামায়াত মাওঃ কারী জুবায়ের আহমদ,গন অধিকার পরিষদের ওয়াকিল মুন্না আজমত, বাংলাদেশ খেলাফত মজলিশ’র মাওলানা জয়নাল আবেদীন, জাতীয় ইমাম সমিতির মাওলানা সামছুল ইসলাম লিয়াকত,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর তানভীর রায়হান ওয়াসিম, বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামীয়ার আব্দুস সামাদ রাফি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর ইমাজ উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কামরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের হাফেজ তাওহীদ বক্ত, ইসলামী ছাত্র মজলিশ এর মাহি আহমদ প্রমুখ।অনুষ্টানে কোরআন থেকে তেলওয়াত পরিচালনা করেন হাফেজ হিজফুর রহমান ফাহাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা কারী আবুল বাশার।
উল্লেখ্য, এর আগেও কমলগঞ্জে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ইসলামিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ছাত্র জনতা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com