সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি পুকুর থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করার দায়ে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
ড্রেজার মেশিন মালিককে না পাওয়ায় নিয়মিত মামলা দায়ের করার জন্য সরাইল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘন করে একটি পুকুর থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে মাটি উত্তোলন করার চেষ্টা করে। এই সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ড্রেজার মেশিনসহ অপরাধের সকল আলামত জব্দ করে গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে। এ সময় সরাইল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিল।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply