স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঘরের দরজা ভেঙে খালেদা বেগম-(২২) নামে এক গৃহবধূর মরদেহ ও আহতাবস্থায় তার স্বামী সাব্বির আহমেদ-(৩০) কে উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরাশরীফ উত্তরপাড়ায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, আজ মঙ্গলবার দুপুর ১২ টায় আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরাশরীফ উত্তরপাড়ার আনোয়ার হোসেন এর ছেলে সাব্বির আহমেদ এর ঘরের ভেতর থেকে একটি বাচ্চার কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন ঘরের জালানা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গৃহবধূ খালেদা বেগমকে মৃত অবস্থায় এবং তার স্বামী-সাব্বির আহমেদকে গুরুতর অসুস্থ অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে অসুস্থ সাব্বির আহমেদকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মোঃ ছমি উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিষয়টি রহস্যজনক। কেউ কেউ বলছে তারা দুজন বিষপান করে থাকতে পারে। কিন্তু এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply