সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বজ্রপাতে ২টি মহিষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৮এপ্রিল) বিকালে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর-কাকুরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল থেকেই সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকুরিয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র মো. সায়েদুল্লাহ মিয়ার দুটি মহিষ স্থানীয় খোলা মাঠে ঘাস খেতে রাখা ছিল। এ সময় আকস্মিক বজ্র বৃষ্টি হলে বজ্রপাতে ঘটনাস্থলেই দুটি মহিষ মারা যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ব্জ্রপাতে মৃত মহিষ দুটি দেখতে এলাকার লোকজন ঘটনাস্থলে ভীড় জমান।
এ ব্যপারে অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে বজ্রপাতে ২টি মহিষের মৃত্যুর বিষয়টি সত্যতা স্বীকার করেছেন।
সরাইল উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মুনসুর আহমেদ জানান, আরুয়াইল ইউনিয়ন প্রতিনিধি এ.এস.আই.পি মোখলেসুর রহমানকে পাঠিয়ে চর কাকুরিয়া সায়েদুর রহমানের থেকে দুইটি মহিষ বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যুর সংবাদ পেয়েছি। তিনি এ মৌসুমে আকাশের অবস্থা খারাপ থাকলে গরু, বাচুর, মহিষ, নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply