ভাষা সৈনিক, বিশিস্ট রাজনীতিবিদ, আইনজীবি, ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সংগঠক মরহুম আব্দুস সামাদ এর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে গত শুক্রবার সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু স্কয়ারস্থ জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে এক স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ আহসান উল্লাহ হাসানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান নান্টু’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. ওসমান গনি। বিশষ অতিথি ছিলেন সাহিত্য একাডেমি’র সভাপতি কবি জয়দুল হোসেন, আইডিয়াল রেসিডন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, আওয়ামী লীগ নেতা এম. এ আওয়াল।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন জীবন, সহ সভাপতি আবুল হাসনাত অপু, সাধারণ সম্পাদক আলী মাউন পিয়াস, এহছানউল্লাহ মাসুদ, আরমান উদ্দিন পলাশ, শেখ জাহাঙ্গীর আলম, আল আমিন শাহীন, আতিকুল ইসলাম আতিক, শামসুল আলম বাবু, এজাজ আহম্মদ মনির, শাহআলম ভূইয়া, মোজাহিদুল ইসলাম সেলিম, শরীফ আহম্মদ খান, ইকরাম হোসেন, ফরিদুল ইসলাম ফরিদ, শাহবুল হোসেন অপু, হারুনুর রশিদ, শামছুল ইসলাম জুয়েল, জাকিরুল হক জাকির, ইমুনি ইস্টিয়ান, বশির আহম্মদ, আনিছুর রহমান রহল, সৈয়দ সালাউদ্দিন রাকিব, এম এ মুছা, কাজী মোঃ খোকন, নজরুল আলম,শরিফ আহম্মদ, এস এম খাদেম হোসেন খোকন,
স্মরণসভা শেষে মরহুমের বিদহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওঃ কাজী মাকসুদুল আলম দেলোয়ার।
স্মরণ সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধসহ শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে এবং ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য বিকাশে যাঁরা অবদান রেখেছেন তাদের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বক্তারা আরো বলেন, প্রয়াত এড. আবদুস সামাদ একজন নিবদিত প্রাণ দেশপ্রেমিক রাজনীতিবিদ, সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের অনন্য ব্যক্তিত্ব ছিলেন। ভাষা আন্দোলন থেকে শুরু বিভিন্ন সামাজিক আন্দোলন সহ নানা ক্ষেত্রে তিনি অনন্য অবদান রেখে গেছেন।
প্রেস বিজ্ঞপ্তি।
Leave a Reply