সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত মাদক ও ইলেকট্রনিক সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ছেলে মেয়েরা মেধা কার্যক্রম থেকে সরে গিয়েছে: খালেদ হোসেন মাহবুব শ্যামল ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি ওস্তাদ আশীষ খাঁ মারা গেছেন আবারও কমলো স্বর্ণের দাম আসছে তীব্র শীত, কমছে তাপমাত্রা সরাইলে বিএনপির অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার রেল যাতায়াত, যানজট ও লোডশেডিং সমস্যা সমাধানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় নাগরিক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত কক্সবাজারে লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় সেনাবাহিনীর অভিযানে ৬ জন আটক
জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগেপ্রয়াত ভাষা সৈনিক এড. আব্দুস সামাদের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগেপ্রয়াত ভাষা সৈনিক এড. আব্দুস সামাদের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভাষা সৈনিক, বিশিস্ট রাজনীতিবিদ, আইনজীবি, ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সংগঠক মরহুম আব্দুস সামাদ এর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে গত শুক্রবার সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু স্কয়ারস্থ জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে এক স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ আহসান উল্লাহ হাসানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান নান্টু’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. ওসমান গনি। বিশষ অতিথি ছিলেন সাহিত্য একাডেমি’র সভাপতি কবি জয়দুল হোসেন, আইডিয়াল রেসিডন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, আওয়ামী লীগ নেতা এম. এ আওয়াল। 
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন জীবন, সহ সভাপতি আবুল হাসনাত অপু, সাধারণ সম্পাদক আলী মাউন পিয়াস, এহছানউল্লাহ মাসুদ, আরমান উদ্দিন পলাশ, শেখ জাহাঙ্গীর আলম, আল আমিন শাহীন, আতিকুল ইসলাম আতিক, শামসুল আলম বাবু, এজাজ আহম্মদ মনির,  শাহআলম ভূইয়া, মোজাহিদুল ইসলাম সেলিম, শরীফ আহম্মদ খান, ইকরাম হোসেন, ফরিদুল ইসলাম ফরিদ, শাহবুল হোসেন অপু, হারুনুর রশিদ, শামছুল ইসলাম জুয়েল,  জাকিরুল হক জাকির, ইমুনি ইস্টিয়ান, বশির আহম্মদ, আনিছুর রহমান রহল, সৈয়দ সালাউদ্দিন রাকিব, এম এ মুছা, কাজী মোঃ খোকন, নজরুল আলম,শরিফ আহম্মদ, এস এম খাদেম হোসেন খোকন, 
স্মরণসভা শেষে মরহুমের বিদহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওঃ কাজী মাকসুদুল আলম দেলোয়ার। 
স্মরণ সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধসহ শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে এবং ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য বিকাশে যাঁরা অবদান রেখেছেন তাদের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বক্তারা আরো বলেন, প্রয়াত এড. আবদুস সামাদ একজন নিবদিত প্রাণ দেশপ্রেমিক রাজনীতিবিদ, সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের অনন্য ব্যক্তিত্ব ছিলেন। ভাষা আন্দোলন থেকে শুরু বিভিন্ন সামাজিক আন্দোলন সহ নানা ক্ষেত্রে তিনি অনন্য অবদান রেখে গেছেন।
প্রেস বিজ্ঞপ্তি।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com