সরাইল প্রতিনিধি//সময়নিউজবিডি জন্মদিন মানেই কেক কাটা, মোমবাতির আলো নিভানো, বেলুন উড়ানো, হিন্দি সিনেমার গান বাজানো ইত্যাদি। এ যেন এক সংস্কৃতি। প্রচলিত এ সংস্কৃতিতে না ডুবে শিশু নাঈমার মা পাপিয়া আক্তার ও বাবা শেখ হোসেন আলী ব্যতিক্রম এক আয়োজন করেছে।
সরাইল উপজেলার রসুলপুর গ্রামের পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ হোসেন আলীর দুই বছরের শিশু কন্যা শেখ নাঈমার দ্বিতীয় জন্ম বার্ষিকী উপলক্ষ্যে নাঈমার দাদা মরহুম শেখ জবেদ আলী সর্দারের দান করা জমির উপর প্রতিষ্ঠিত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজনের মাধ্যমে সবাইকে মিষ্টিমুখ করবে আজ। জন্মদিনের ব্যতিক্রমী অনুষ্ঠান সম্পর্কে নাঈমার নিকট আত্মীয় জেলা অ্যাডজুটেন্ট (অব:) আলহাজ্ব শেখ আবদুর রহমান এবং মোঃ আবদুর রঊফ খান বলেন, জন্মদিনের অনুষ্ঠান পশ্চিমা সংস্কৃতি বাদ দিয়ে ধর্মীয় রীতিনীতি বা দ্বীনি অনুভূতির মাধ্যমে পালন করলে শিশুরা ভবিষ্যতে মানুষ হতে পারবে।
ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।
Leave a Reply