স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র, মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ ওলামালীগের সভাপতিসহ ২ জনকে আটক করেছে এনএসআই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (০৯ অক্টোবর) রাত সাড়ে ৯টায় পৌর শহরের ভাদুঘর ফাটা পুকুরপাড় হাইস্কুল সংলগ্ন গ্লোবাল ভিশন ট্রাভেলস নামক একটি ভূয়া প্রতিষ্ঠান থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর ফাটা পুকুরপাড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেনের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ বিশেষ অভিযান চালায়। অভিযানে জেলা ওলামালীগের সভাপতি ভাদুঘর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মোঃ মনির খাঁন (৪৫) ও তার সহযোগী একই গ্রামের মোঃ সানাউল্লাহ’র ছেলে মোঃ মাসুদ উল্লাহ (৩৭) কে আটক করা হয়।
আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৯ (১) (গ) ৩৬ এক স্বারণীর ১৬ ধারায় ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড দেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ব্রাহ্মণবাড়িয়ার উপ পরিচালক আবু নায়হান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম।
ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।
Leave a Reply