কক্সবাজার জেলা প্রতিনিধি
টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শীলখালী সমূদ্র সৈকত এলাকা থেকে অর্ধগলিত অজ্ঞাতনামা এক লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (১২ মে) রাত ১১ টার দিকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে বাহারছড়া দক্ষিন শীলখালীর সমুদ্র সৈকত এলাকায় অর্ধগলিত লাশ ভেসে আসার খবর পেয়ে তা উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।
তবে অজ্ঞাত উদ্ধার লাশের পরিচয় মিলেনি,তিনি আরো জানান, লাশের পরিচয় পাওয়া না গেলে আনজুমানে মুফেজুল হস্তান্তর করা হবে। এ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply