বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে খুব পছন্দ করতেন ব্রাহ্মণবাড়িয়ার কীর্তিমান ব্যক্তিত্ব আলহাজ্ব অ্যাড. হুমায়ূন কবীর, কাজের শত ব্যস্ততার মাঝে বন্ধুদের কাছে ছুটে যেতেন, নানা রসিকতায় জমিয়ে রাখতেন আড্ডা। ব্রাহ্মণবাড়িয়ার বাদল স্টল সেখানে গিয়ে দীর্ঘক্ষণ সময় কাটাতেন। সেই বাদল স্টলে এখন মান্নাদের বিখ্যাত সেই গানেরই মতো বেদনার সুর, শোকাহত বন্ধুদের মুখে এড. হুমায়ূন কবীরের স্বর্ণালী বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ। হুমায়ূন কবীরকে হারিয়ে বন্ধুদের মনে বিশাল শূন্যতা। মনে জমানো নানা কথা এখানে এখন চোখের জল হয়ে ঝড়ে। দীর্ঘশ্বাসে মনের মাঝে তোলপাড় সুখময় নানা স্মৃতি। অসুস্থ অবস্থায়ও বাদল স্টলের আড্ডা ছাড়েন নি তিনি। বন্ধুদের পেলে জড়িয়ে ধরা, হাত বুলানো, আর ব্যতিক্রমী সেই সুখের হাসি ভুলতে পারেন না তাঁর বন্ধুরা। বাদল স্টল কেন্দ্রীক শোকাহত বন্ধুরা প্রিয় বন্ধুর জন্য গ্রহণ করেছে শোক কর্মসূচী মিলাদ ও দোয়া মাহফিল। ২০১৩ সালে এমনই এক কর্মসূচী হয়েছিল আলহাজ্ব এড, হুমায়ূন কবীরের সাথী মরহুম আশরাফউদ্দিন স্মরণে। সেই অনুষ্ঠানে প্রাণবন্ত ছিলেন বন্ধু প্রিয়তায় কীর্তিমান আলহাজ্ব এড. হুমায়ন কবীর । ছবিতে মরহুম আশরাফউদ্দিন এর কুল খানীতে আলহাজ্ব এড, হুমায়ন কবীর সহ অন্যানন্যরা।
লেখকঃ আল আমীন শাহীন
সিনিয়র সহসভাপতি – ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব।
Leave a Reply