ক্রীড়া প্রতিবেদক//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন বলেছেন, ক্রীড়া ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া জেলার যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ফুটবল খেলার জনপ্রিয়তার জন্য সবাইকে কাজ করতে হবে।
জেলা ফুটবল এসোসিয়েশন এর উদ্যোগে ফুটবল লীগ আয়োজনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম ক্রীড়াচর্চায় তাদের প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ পাবে। ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে সকলের প্রতি আহবান জানান তিনি।
শনিবার (০৯ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে প্রথম বিভাগ ফুটবল লীগ খেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এড. ইউসুফ কবীর ফারুক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শামসুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন লীগ আয়োজন কমিটির আহবায়ক মোঃ আবুল কাশেম। অভ্যর্থনা জানান জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিম চৌধুরী। অনুষ্ঠান উপস্থাপনা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আল আমীন শাহীন।
জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন,লগো সম্বলিত বেলুন উড়ানোর মধ্য দিয়ে খেলা শুরু হয়। পরে ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল মাঠের কৃতি খেলোয়ার সংগঠক সম্প্রতি প্রয়াত অসিউর রহমান মোল্লা অসি, নূরু মিয়া( নূরু গলি),আব্দুল মান্নান রেনু,তামান্না মিয়া, হুমায়ূন ঠাকুর,আহসান উল্লাহ মন্টু,মোঃ বেলাল স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
খেলার উদ্বোধনী দিনে বিজয়নগরের রূপসী বাংলা ক্রীড়া চক্রকে ৩-০ গোলে পরাজিত করে সুলতানপুর রাজা মিয়া একাদশ জয়ী হয়। উক্ত লীগ খেলায় ৮ টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো ইউনাইটেড প্রভাতী একাডেমী, রূপসী বাংলা ক্রীড়া চক্র,মোহামেডান স্পোটিং ক্লাব ব্রাহ্মণবাড়িয়া, রাজা মিয়া স্মৃৃতি সংসদ, ব্রাহ্মণবাড়িয়া ফুটবল একাডেমি,মন্টু স্মৃতি সংসদ মৌড়াইল,আব্দুল মালেক স্মৃতি সংঘ কাউতলী,খেলু ভ’ইয়া স্মৃতি সংঘ, উলচাপাড়া। আয়োজনের সার্বিক সহায়তায় রয়েছে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply