স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নে বিল নিয়ে বুল্লা-পাইকপাড়া গ্রামবাসীর মধ্যে সংগঠিত সংঘর্ষের ঘটনাটি শালিস বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিজয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে এ সমাধান হয়।
শালিস বৈঠকে উপস্থিত শালিস কারকরা জুরি বোর্ডে সিদ্ধান্ত নেন যাদের বাড়িঘর আগুনে পুড়ে ও প্রতিপক্ষের হামলায় ভাংচুরের শিকার হয়ে ক্ষতিসাধন হয়েছে তাদের বাড়িঘর পূণঃনির্মাণ করতে ক্ষতিপূরণ বাবদ বুল্লা গ্রামের পক্ষকে ৩০ লাখ টাকা ও অপর পক্ষ পাইকপাড়াকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এতে আরো সিদ্ধান্ত নেয়া হয় সংঘর্ষের ঘটনায় যারা মামলা করেছেন তারা তাদের নিজ উদ্যোগে ও নিজ খরচে মামলা উত্তোলন করতে হবে। বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলীর সভাপতিত্বে ঐতিহাসিক এই শালিস বৈঠকে প্রধান শালিসকারক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
এতে আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর মহসিন মিয়া, বিজয়নগর উপজেলার আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া ও বিজয়নগর উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যানগণ ও পাইকপাড়া, বুল্লা গ্রামের বিশিষ্ট সর্দারগণ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply