সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদা দাবীর অভিযোগে দুই ভুয়া সাংবাদিক আটক পাঁচটি প্রদেশে বাংলাদেশকে ভাগ করার পরামর্শ উপদেষ্টা ড. এম সাখাওয়াতের চীন সফরে ‘উইমেন ইন টেক’-এর ৩ বিজয়ী ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীসহ ১০ জনের নামে গুমের মামলা বিজয়নগরে বাবার আঘাতে ছেলে খুনের অভিযোগ।। বাবা আটক ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সাবেক দুই এমপিসহ ১১৮ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কর্মী আতিকের গুমের মামলা না নেওয়ায় বিক্ষোভ-মানববন্ধন বন্যায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা দিচ্ছে হুয়াওয়ে পানছড়িতে মারমা ঐক্য পরিষদের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিজয়নগরে নিরীহ মানুষদের মিথ্যা মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে বিএনপির বিতর্কিত নেতা মহসিনের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন
শাকসবজি চাষ করে স্বাবলম্বী কৃষক লাট মিয়া

শাকসবজি চাষ করে স্বাবলম্বী কৃষক লাট মিয়া

আজাদ নাদভী, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি মুন্সিগঞ্জের সিরাজদিখানে শাক-সবজি চাষে হাসিফুটেছে কৃষক লাট মিয়ার মুখে। শাক-সবজি চাষ করে চলে তার সংসার। বছর জুরেই ফুলকপি, বাধাকপি, লালশাক,পালংশাক,লটুস পাতা,পুদিনা পাতা, চায়মা গ্রাস, ঢেঁড়স, লাউ, মরিচ, বেগুনসহ বিভিন্ন শাক-সবজির পাশাপাশি ধান চাষও করে থাকেন তিনি।

জানা যায়, উপজেলার বালুচর ইউনিয়নের চাদরচর গ্রামে প্রায় ৫ হেক্টর জমিতে শাক-সবজি চাষ করে থাকেন কৃষক লাটমিয়া। কৃষি অফিসের সহযােগীতায় আগাম সবজি চাষ করে দিন দিন লাভের মুখ দেখছেন বলে জানান কৃষক লাট মিয়া। প্রতিদিন তিনি সবজি নিয়ে ঢাকায় শ্যামবাজার,কাওরন বাজার, যাত্রাবাড়ী সহ বিভিন্ন পাইকারী আড়তে বিক্রি করে থাকেন কৃষক লাট মিয়া। এতে তিনি আর্থিকভাবে অনেকটা স্বাবলম্বী। 
এ বিষয়ে কৃষক লাট মিয়া বলেন, আমি প্রায় ৫ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শাক- সবজি চাষ করি। আমার নিজের ১ হেক্টর জমি ও বাকি গুলাে ভাড়া নেয়া হয়েছে।  তবে এ বিষয় আমাকে সার, বীজ ও তথ্য দিয়ে উপজেলা কৃষি অফিস অনেক সহযােগীতা করছেন। এমনকি খরচ কম ও অধিক লাভের পদ্ধতি দিয়ে থাকেন কৃষি অফিস। প্রতিবছর আমার সকল খরচ বাদ দিয়ে দুই থেকে আড়াই লক্ষ টাকা লাভ হয়। তিনি আরাে বলেন, যাতায়াত ব্যবস্থা খারাপ থাকায় সঠিক সময়ে সবজি নিয়ে বাজারে যেতে সমস্যা হয়।

এ বিষয়ে সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা সুবােধ চন্দ্র রায় বলেন, কৃষক লাট মিয়া আমাদের সাথে নিয়মিত যােগাযােগ রক্ষা করে আমাদের পরামর্শে উন্নতমানের বীজ ব্যবহার করে, আধুনিক পদ্ধতি এবং জৈব পদ্ধতিতে চাষাবাদ করে থাকেন এবং সে ফসলের ন্যায্য দামও পাচ্ছেন।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com