“শীত যেন অভিশাপ না হয়, মানবতারই যেন জয় হয় “এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাটাই উত্তর ইউনিয়নের ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া নামক গ্রামে ১০০ জন হতদরিদ্র ,অন্ধ এবং প্রতিবন্ধীদের মাঝে ২৫ শে ডিসেম্বর সকাল ৮ টায় ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীত বস্ত্র বিতরণ ৪ আয়োজন করে আলোর পথে নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।এই শীত বস্ত্র বিতরণ ৪ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার(সদর দপ্তর) জনাব আবু সাঈদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট লোকমান হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সম্মানিত সহ-সভাপতি জনাব আল-আমিন শাহীন।প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া একটি অবহেলিত গ্রাম এবং এ গ্রামের হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা আলোর পথে সংগঠনের একটি সময়োপযোগী সিদ্ধান্ত।মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ার লক্ষ্যে সকল অভিভাবকদেরকে তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখার পরামর্শ দেন। পরিশেষে আলোর পথে সংগঠনের সকল সদস্যদেরকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন।স্বাগত বক্তব্যে আলোর পথে সংগঠনের সভাপতি ডাঃ মোঃ নূরুল হুদা পাভেল আলোর পথের প্রতিষ্ঠাতা সভাপতি হযরত আলী, সকল কার্যকরী সদস্য, সাধারণ সদস্য এবং এলাকাবাসীদেরকে শীতবস্ত্র বিতরণ ৪ সহযোগিতা করায় আন্তরিক ধন্যবাদ জানান।আলোর পথে সংগঠনটি বিগত চার বছর যাবৎ শীতবস্ত্র বিতরণ সুবিধাবঞ্চিতদের জন্য ঈদ উৎসব, পূজা ও বস্ত্র বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আলোর পথে আনন্দ পাঠশালা নামে একটি স্কুল পরিচালনা করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।
Leave a Reply