নিজস্ব প্রতিনিধি//সময়নিউজবিডি
সারাদেশে চলছে প্রচন্ড শীত, তীব্র শীতের পাশাপাশি কনকনে বাতাসে কোন মতে দিনযাপন করছে রাজশাহী সিটি কর্পোরেশনের সাধারণ মানুষ। অসহায় মানুষদের কাছে শীতের এমন বৈরি পরিবেশ যেন ‘মরার উপর খড়ার ঘা’ হিসাবে দেখা দিয়েছে। শীতের এমন রূপ ধনী মানুষদের কষ্টের কারন না হলেও গরীব অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য অত্যন্ত কষ্টদায়ক হিসাবে দেখা দিয়েছে। বিশেষ করে গত কয়েক দিনের অব্যাহত শীতে মানুষসহ প্রাণীকুলে চরম দূর্ভোগ দেখা দিয়েছে।
আর সেই দূর্ভোগকে কিছুটা লাগব করতে অসহায় ও ছিন্নমূল মানুষের কাছে ছুটে গিয়েছেন রাজশাহী বোয়ালিয়া পঞ্চিম থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, রাজশাহী সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সরকার, সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বোয়ালিয়া পঞ্চিম থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু জানান, গত কয়েক দিনের শীতে সাধারণ মানুষের কষ্টের কথা আমি জেনেছি। আমরা নিজেরাই কষ্ট পাচ্ছি, আর সাধারণ মানুষের তো অবস্থা আরো শোচনীয়। যা জানার পরপরই আমি এবং রাজশাহী সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সরকার বের হয়েছি মূলত ছিন্নমূল মানুষদের কষ্ট দেখার জন্য। শীতের এ তীব্র পরিস্থিতিতে আমরা কিভাবে দিনযাপন করি, আর সাধারণ মানুষ কতটা কষ্টে শীতসহ নানান প্রতিকূল পরিবেশে টিকে থাকতে বাধ্য হচ্ছে। আমি ও রাজশাহী সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সরকার নিজ হাতে অনেকের মাঝে কম্বল বিতরন করেছি। আমরা পর্যায়ক্রমে রাজশাহী সিটি কর্পোরেশনের সাধারণ মানুষজনের হাতে আরো কম্বল তুলে দিবো।
তারা রাজশাহী সিটি করপোরেশন এলাকা সহ সারাদেশে শীতার্ত মানুষের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়াতে বিত্তবান মানুষের প্রতি আহবান জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply