স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
অবশেষে কারাগারেই যেতে হলো বহুল আলোচিত সমালোচিত ও বিতর্কিত চিকিৎসক ডিউক চৌধুরীকে। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের চাঞ্চল্যকর স্কুল শিক্ষক নওশীন আহমেদ দিয়া (২৯) হত্যা মামলার প্রধান আসামী বিতর্কিত চিকিৎসক ডিউক চৌধুরী ও তার সহযোগী আরো দুই চিকিৎসক। বুধবার (০১ জানুয়ারী -২০২০ ইং) ব্রাহ্মণবাড়িয়ায় জামিনের আবেদন করলে আদালত ডিউক চৌধুরী ও তার হাসপাতালে কর্মরত আরো দুই চিকিৎসক অরুনেস্বর পাল অভি ও মোঃ শাহাদাত হোসেন রাসেল এর জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বিতর্কিত চিকিৎসক ডিউক চৌধুরী ও অন্য আরে দুই চিকিৎসক উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বুধবার ব্রাহ্মণবাড়িয়ার জজকোর্টে এসে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। ডিউক চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুন্সেফপাড়ায় অবস্থিত খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের মালিক ও অরুনেস্বর পাল অভি ও মোঃ শাহাদাত হোসেন রাসেল তার হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত। উল্লেখ্য, গত বছর ২০১৯ ইং সনের ৪ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুন্সেফপাড়ার খ্রীষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভুল চিকিৎসায় শহরের স্বনামধন্য ক্রিসেন্ট কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক নওশীন আহমেদ দিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় ১৩ নভেম্বর দিয়ার বাবা শিহাব আহমেদ গেন্দু মিয়া বাদী হয়ে হাসপাতালের মালিক ডাক্তার ডিউক চৌধুরী ও আরো দুই চিকিৎসক অরুনেস্বর পাল অভি ও মোঃ শাহাদাত হোসেন রাসেল কে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply