নাজমুল ইসলাম, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী (৪৯) আজ ২ জানুয়ারি ২০১৯ ইং (বৃহস্পতিবার) সকাল “বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ফজিলাতুন্নেসা বাপ্পীর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরামের প্রতিষ্টাতা মহাসচিব সৈয়দ রাশিদুল হক রুজেন।মহাসচিব আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসাবে প্রশংসনীয় ভূমিকা পালন এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পীর অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply