সংবাদ শিরোনাম
কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৮ তম বার্ষিকী পালিত বিজয়নগরে আপন ভাইদের হাতে বড় ভাইকে খুন করার অভিযোগ।। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ভাই পলাতক কমলগঞ্জে জোড়া খুনের প্রধান আসামী মাসুক আটক ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডার বুঝাই ট্রাক উল্টে ভয়াবহ অগ্নিকান্ড জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ফুলেল শুভেচ্ছা ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন কমলগঞ্জ সীমান্ত দিয়ে ১৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠালো ভারত কমলগঞ্জে স্কুল শিক্ষিকাকে কুপিয়ে হত্যা; গ্রেফতার-৪; পলাতক ঘাতক সাগরকে দ্রুত গ্রেফতারের দাবি এলাকাবাসীর কমলগঞ্জে পতিত রোপা আমন শস্য বিন্যাসে ব্রির মাঠ দিবস ও কৃষক সমাবেশ জমি সংক্রান্ত বিরোধের জের: কমলগঞ্জে শিক্ষিকাকে কুপিয়ে হত্যা।। আটক-৩
পুলিশ সপ্তাহে পুনাকের শীর্ষস্থান বগুড়া; সম্মাননা দিলেন আইজিপি

পুলিশ সপ্তাহে পুনাকের শীর্ষস্থান বগুড়া; সম্মাননা দিলেন আইজিপি

বগুড়া সংবাদদাতা//সময়নিউজবিডি   

পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) কার্যক্রমের শীর্ষস্থানের পুরস্কার জিতলো পুনাক বগুড়া। বুধবার (০৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া। মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারও বিপুল উৎসাহ উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্য দিয়ে ‘পুলিশ সপ্তাহ-২০২০’ এর আনুষ্ঠানিক উদ্বােধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।সারাদেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত বিভিন্ন কন্টিনজেট এবং পতাকাবাহী দলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর স্টল পরিদর্শন এবং পুলিশ সদস্যদের সাথে কল্যাণ প্যারেডে অংশগ্রহণ করেন।পুলিশ সপ্তাহের বিভিন্ন ইভেন্টের মধ্যে অনুষ্ঠিত হয় বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা ২০২০।গত মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটােরিয়ামে পুনাকের অনুষ্ঠানে ২০১৯ ইং সনের সার্বিক কার্যক্রম এবং নতুন বস্ত্র তৈরী কাজ বিবেচনা করে সারাদেশের মধ্যে ‘পুনাক বগুড়া’ প্রথম স্থান অর্জন করেন। ২য় স্থান অর্জন করেন পুনাক সাতক্ষীরা এবং পুনাক খুলনা ৩য় স্থান অর্জনের পুরস্কার পান। 
পুনাক বগুড়ার সভানেত্রী রােমানা আশরাফের হাতে প্রথম পুরস্কার (সম্মাননা ক্রেস্ট) তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মােহাম্মদ জাবেদ পাটােয়ারী বিপিএম (বার)।
পুনাক বগুড়ার সাধারণ সম্পাদক মুঞ্জুরী ইসলাম বলেন, গতবছর আমরা সারাদেশে ২য় স্থান অর্জন করেছিলাম। এবার জেলা পুলিশ আলী আশরাফ ভূইয়া এবং পুনাক সভানেত্রী রােমানা আশরাফের একান্ত প্রচেষ্টায় আমরা সারাদেশে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছি। ‘আমাদের ২০১৮ সালে ১৩৮ রকমের বস্ত্রশিল্প ছিল। সবার চেষ্টায় ২০১৯ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ টি। আমাদের এই চেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে। ‘আমাদের মােট সদস্য ৪২জন। আমরা বস্ত্র তৈরীর পাশাপাশি সামাজিক কার্যক্রম যেমন- শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, দরিদ্র মেধাবীদের সহায়তা, সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানােসহ সকল ভালাে কাজে অংশগ্রহণের চেষ্টা করে থাকি।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com