স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনা’র শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বিকেলে পৌর শহরের টেংকেরপাড় লোকনাথ দীঘির ময়দান থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আওয়ামীলীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্কয়ারের এসে শেষ হয়।
ঢাকা তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশব্যাপী স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ক্ষণগণনার শুভ উদ্বোধন অনুষ্ঠানটি জেলা প্রশাসনের উদ্যোগে “বঙ্গবন্ধু স্কয়ার” ব্রাহ্মণবাড়িয়ায় সরাসরি প্রদর্শণ করা হয় এবং বসানো হয় কাউন্টডাউন ঘড়ি।
সারাদেশব্যপী একযোগে এ ক্ষণগণনা অনুষ্ঠানটি ব্রাহ্মণবাড়িয়ায় শান্তির প্রতীক সাদা কবুতর ও রংবেরঙের বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,র্যাব-১৪ কমান্ডার চন্দন দেবনাথ, সিভিল সার্জন ডাঃ শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির, জেলা পুলিশের বিশেষ শাখার (ডিআই-০১) ইমতিয়াজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান বাবুল যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মহিউদ্দিন আহমেদ খান খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, শাহ আলম সরকার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক চৌধুরী মোহাম্মদ আফজাল হোসেন নিছার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম ভুইয়া, সাধারন সম্পাদক মাহবুব আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মুসলিম মিয়া,
সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, জেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহনুর ইসলাম, সাধারন সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি মোঃ মনির হোসেন ও জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব ওসমান গনি সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট লোকমান হোসেন, সাধারন সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারন সম্পাদক শাহাদাত হোসেন শোভন সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ জেলার বিশিষ্ট নাগরিকবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের সকলকে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে এই হউক আজকে আমাদের অঙ্গীকার।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply