সময়নিউজবিডি রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া, সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট তানভীর ভুইয়া, বিজয়নগর থানা পুলিশের অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী দাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তারা মিয়া, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, সাধারন সম্পাদক হাজী মোঃ রাসেল খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ এম মাহবুব হোসাইন, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ভুইয়া রাজভী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীগণ।
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এর সহায়তায় উপজেলা প্রশাসনের আয়োজনে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সংবাদমাধ্যমের সংবাদকর্মী ও উপজেলার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে সারা দেশের ন্যায় একযোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, শিশু কিশোরদের অংশগ্রহণে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবৃন্দের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অপরদিকে ঢাকায় আয়োজিত “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদশে” এর মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে উপজেলা পরিষদ চত্ত্বরে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয় এবং সারাদেশের ন্যায় চোখধাঁধানো বর্ণিল আতশবাজি প্রদর্শিত হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply