ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আব্দুল বারীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে নির্দলীয় চেয়ারম্যান প্রার্থী কুয়েত – বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও লুৎফর রহমান ফাউন্ডেশন এর সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লুৎফর রহমান মুকাই আলীর সুযোগ্য সহধর্মিণী বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে নির্দলীয় চেয়ারম্যান প্রার্থী নাছিমা লুৎফর রহমান।
এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মরহুম আব্দুল বারী চেয়ারম্যান ছিলেন একজন ন্যায় বিচারক ও সমাজ সংস্কারক, যিনি দীর্ঘ সময় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে মানব সেবা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে পত্তন তথা বিজয়নগরবাসীর অপূরণীয় ক্ষতি হয়েছে যা পূরন হওয়ার নয়। প্রেস বিজ্ঞপ্তি।
Leave a Reply