ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিসেস নায়ার কবির বলেছেন, পিতা-মাতা ও শিক্ষক-শিক্ষিকার স্বপ পূরণ করতে হলে, প্রতিষ্ঠানের সুনাম ও সম্মান অক্ষুন্ন রাখতে হলে, এমনকি, নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে হলে প্রত্যেক শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। বাের্ড পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হতে হবে।
সােমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় শহরের পাইকপাড়াস্থ আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে নায়ার কবির আরো বলেন, তোমরা যারা উচ্চ শিক্ষার স্বপ্ন নিয়ে আজ এ প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়ে যাচ্ছ তােমাদের নিকট আমাদের ও আগামী প্রজন্মের অনেক আশা। তােমরা একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এ দেশের সুনাগরিক হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করবে। তিনি বলেন, বিদায় প্রত্যেকটা মানুষের জন্য বেদনাদায়ক। তােমাদের আজকের এ বিদায় দুঃখের হলেও পরম আনন্দের, কেননা আজকের বিদায়ের মাধ্যমে তােমরা স্কুলের গন্ডি পেরিয়ে, জীবনের বিশাল পরিসরে গমণ করবে। তােমাদের এই বিদায় যাত্রা সুন্দর, স্বার্থক ও সাফল্যমন্ডিত হউক।
আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ সােপানুল ইসলাম সােপানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক পরিচ্ছন্ন রাজনীতিবিদ ব্যক্তিত্ব এনায়েত কবির বাবু, সাংবাদিক আশিকুল ইসলাম, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক পঙ্কজ দেব।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। পরে পরীক্ষার্থীদের মঙ্গল কামনা করে বিশেষ দােয়া ও মােনাজাত করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply