মোঃ আব্দুল হানান, নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষে মহিলা সহ অন্তত ৫০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (২৪ ম) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে।
জানা যায়, শুক্রবার সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের সারেং বাড়ির জামদর মিয়া ও তেলিবাড়ির ছায়েব আলী মেম্বারের লোকজনের মধ্যে কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে দুগোষ্ঠির সংঘর্ষে মহিলা সহ অন্তত অর্ধশত আহত হয়।
আহতরা হলেন- মোঃ হুমায়ুন মিয়া, দিয়ারিছ মিয়া, সুরুজ বানু, মিরাজ মিয়া, সারাজ মিয়া, সাজু মিয়া, লাল বাদশা, জামধর মিয়া, পাখি মিয়া, সবুর মিয়া পুতুল বেগমকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছেন নাসিরনগর থানা পুলিশ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply