সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির বৈশাখী উৎসবের চতুর্থ দিনে মুজিবনগর দিবস পালন বিজয়নগর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক সাহিত্য একাডেমি আয়োজিত ৭ দিনব্যাপী বৈশাখী উৎসবের দ্বিতীয় দিন অতিবাহিত বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা নববর্ষ উদযাপন সরাইলে খাস জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ ও আহত-২২ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সাথে জেলা পুলিশের ঈদ শুভেচ্ছা বিনিময় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জেলা পুলিশের প্রীতিভোজ অনুষ্ঠিত যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদ উল ফিতর পালিত সরাইল উপজেলা প্রেসক্লাবের ঈদ সামগ্রী বিতরণ ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সমিতির উদ্যোগে এতিম ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জাতিরপিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন ; বীর মুক্তিযােদ্ধা আল-মামুন সরকার

জাতিরপিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন ; বীর মুক্তিযােদ্ধা আল-মামুন সরকার

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর কােনাে সরকারই প্রতিবন্ধীদের জন্য সেভাবে কােনাে কাজ করেনি। কিন্তু আওয়ামীলীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার প্রতিবন্ধী বান্ধব। জাতিরপিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে যাচ্ছেন। শুধু তাই নয়, তার সুযােগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে বিশ্বকে চমকে দিয়েছেন। বাঙালির মর্যাদা আরও বৃদ্ধি করেছেন তিনি।
তিনি বলেন, বিশ্বের শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের ভাব বিনিময়ের অন্যতম মাধ্যম ইশারা ভাষাকে আমরা অবজ্ঞা অবহেলা করে আসছি। তাই সার্বিক বিবেচনায় সমাজের সকলকে নিজ প্রয়ােজনে এবং প্রতিবন্ধী জনগােষ্ঠীকে জনসম্পদে পরিণত করতে ইশারা ভাষা শেখা খুবই প্রয়ােজন। তাই এ ভাষার বিস্তার এবং প্রতিবন্ধীদের সাহায্যার্থে সবাইকে এগিয়ে আসতে হবে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় “ইশারা ভাষার প্রমিত ব্যবহার, বাক শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার” এই শ্লোগান নিয়ে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়ােজনে ও জেলা প্রশাসন জেলা সমাজসেবা কার্যালয় এবং মুক ও বধির নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সার্বিক সহযােগিতায় বাংলা ইশারা ভাষা দিবস-২০২০ উদযাপন উপলক্ষ্যে মুক ও বধির নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলােচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফিজিওথেরাপি কনসালটেন্ট ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা (অতি. দা.) ডা. মাে. রাশেদুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলােচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া বধির সংঘের সভাপতি ও জেলা পরিষদ সদস্য ছাদেকুর রহমান শরীফ, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক মাে. সাহিদুল ইসলাম, জেলা কাযার্লয়ের রেজিস্ট্রার মােছা. রিপা আক্তার, মুক ও বধির নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাে. তাজুল ইসলাম ভূঁইয়া। (প্রেস বিজ্ঞপ্তি)।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com