বিশেষ প্রতিবেদক, সময়নিউজবিডি টুয়েন্টিফোর অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়েমনোনয়নপত্র ফিরে পেলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরবাসীর প্রিয় নেত্রী নাছিমা মুকাই আলী।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে মহামান্য হাই কোর্টের বিশেষ নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ফারাহ্ মাহমুদ- এমডি খায়রুল আলমের যৌথব্রেঞ্চ এ রায় ঘোষনা করেন।
মনোনয়নপত্র বৈধতা চেয়ে প্রার্থীর পক্ষে বিশেষ নির্বাচনী ট্রাইব্যুনালের ৬৩৩৭/২০১৯ নম্বর রিট আবেদন করেন ব্যারিস্টার এমডি রুহুল কুদ্দুস।
এ খবর মূহুর্তেই ছড়িয়ে পড়লে বিজয়নগর উপজেলার সর্বস্তরের জনগনের মধ্যে শুকরিয়া স্বরুপ আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিভিন্ন স্থানে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ২১ মে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিনে নির্দলীয় চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলী মনোনয়নপত্র জমা দেন। ২৩ মে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের দিনে তথ্য গোপন করার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply