সময়নিউজবিডি রিপোর্ট
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) দ্বিতীয় বিভাগ টি২০ ক্রিকেট লীগ ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এ ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড এর সহযোগীতায় ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দ্বিতীয় বিভাগ টি২০ ক্রিকেট লীগ ২০২০ এর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
এতে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সহসভাপতি মোঃ হেলাল উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া। এসময় ক্রীড়া প্রেমিক দর্শক সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply