দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক দেশের প্রখ্যাত সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, রিপোর্টার আল আমিন ও অন্য ৩০ জনের বিরুদ্ধে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে করা মামলা অবিলম্বে প্রত্যাহার, গুমের শিকার পক্ষকাল পত্রিকার সম্পাদক শফিকুল ইসলাম কাজলের মুক্তি, বাংলাট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনকারী কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনের অপসারন ও তার দূর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, সাগর-রুনি হত্যার বিচার এবং ব্রাহ্মণবাড়িয়াসহ দেশজুড়ে সাংবাদিক নির্যাতন ও হয়রানীমূলক মামলা বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।
এতে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত সকল প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি আহবান জানিয়েছেন। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply