স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক দেশের প্রখ্যাত সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, রিপোর্টার আল আমিন ও অন্য ৩০ জনের বিরুদ্ধে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে করা মামলা অবিলম্বে প্রত্যাহার, গুমের শিকার পক্ষকাল পত্রিকার সম্পাদক শফিকুল ইসলাম কাজলের মুক্তি, বাংলাট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনকারী কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনের অপসারন ও তার দূর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, সাগর-রুনি হত্যার বিচার এবং ব্রাহ্মণবাড়িয়াসহ দেশজুড়ে সাংবাদিক নির্যাতন ও হয়রানীমূলক মামলা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পির সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা ও মােহাম্মদ আরজু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসােসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সাবেক সাধারন সম্পাদক মোঃ সাদেকুর রহমান ও আ.ফ.ম কাউসার এমরান, রিয়াজ উদ্দিন জামি, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসােসিয়েশনের সভাপতি পীযুষ কান্তি আচার্য্য, সমকালের ব্রাহ্মণবাড়িয়াস্থ স্টাফ রিপাের্টার আবদুন নূর, সিনিয়র সাংবাদিক সৈয়দ মোঃ আকরাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মােল্লা, সাপ্তাহিক গতিপথ সম্পাদক জাবেদ রহিম বিজন, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি মনির হােসেন, সরাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুব খান বাবুল, আশুগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক আল মামুন, আখাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক আবদুল হান্নান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, হামলা-মামলা করে সাংবাদিকদের কণ্ঠরােধ করা যাবেনা। বক্তারা অবিলম্বে মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, নিখোঁজ সাংবাদিক কাজলকে খুঁজে বের করা এবং সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের জন্য কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনের চাকুরীচ্যুতিসহ দৃষ্টান্তমূলক বিচার ও পেশাগত কাজে সাংবাদিকদের নিরাপত্তা বিধানের জন্য সরকারের কাছে দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষােভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত সকল প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply